কুষ্টিয়ায় মদের দোকানে অভিযান, ছয়জনের দণ্ড

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ২২:৫৫

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস প্রতিরোধে প্রদত্ত সরকারি নির্দেশ অমান্য করে কুষ্টিয়ার কুমারখালীতে মদের দোকান খোলা রাখায় দোকানটিকে সিলগালা করে তিনজনের ৪৫ দিন এবং গণজামায়েত করে দোকানের সামনে মদ পান করায় অপর তিনজনকে ৩০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে গোপন সংবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দরবেশপুরর গ্রামের বিশ্বনাথ বিশ্বাস (৪০), শেরকান্দি গ্রামের প্রণব কুমার ঘোষ (৪৫), অশোক কুমার (৫৭) ও কার্তিক (২২), নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল গ্রামের আরিফ (৪৮) এবং পুরাতন চড়াইকোল গ্রামের আব্দুর রহমান (৪৫)।

রাজীবুল ইসলাম খান জানান, দোকানটির লাইসেন্স আছে। সরকারি আদেশ না মানায় সাময়িকভাবে এটা বন্ধ করে দেয়া হয়েছে। মদ ব্যবসায় জড়িত তিনজনকে ৪৫ দিন এবং গণজমায়েত করে মদ পান করায় অপর তিনজনকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)