হটলাইনে ফোন, অভুক্তের বাড়িতে ত্রাণ নিয়ে ছুটলেন ইউএনও

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ২৩:৪৯

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

অভুক্ত কর্মহীন এক ব্যক্তির হটলাইনে ফোন পেয়ে খাদ্য সহায়তা নিয়ে গভীর রাতে ছুটে গেলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

উপজেলার প্রত্যন্ত গ্রাম রেনিনগরের রাজমিস্ত্রি সানোয়ার মোল্যা বেশ কয়েকদিন ধরে কর্মহীন। কাজ না পেয়ে দিন আনা দিন খাওয়া এই হতদরিদ্র ক্ষুধার তাড়নায় সোমবার রাতে হটলাইনে ফোন দেন। সরকারের হটলাইন সেবাদান সংস্থা বিষয়টি  ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারকে জানালে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দকে বিষয়টি জানান। এ গভীর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যান সেই রাজমিস্ত্রির বাড়ি। প্রত্যন্ত গ্রামটিতে অভুক্ত সানোয়ারকে খোঁজে বের করে তার হাতে খাদ্য সহায়তা তুলে দেন। 

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ যাতে অভুক্ত না থাকে, তাই তিনি প্রতিদিনই এভাবে খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলেছেন বোয়ালমারীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)