চাঁপাইনবাবগঞ্জে জ্বর-সর্দিতে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১২:৫৮ | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১২:৫৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেব গ্রামে জ্বর-সর্দি নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোজাম্মেল হোসেন। নিহত মোজাম্মেল মৃত হাসিমুদ্দীনের ছেলে। এরপর নিহতের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান মুহা. শাহ আলম।

শাহ আলম জানান, মোজাম্মেল হোসেন গতকাল সোমবার সকাল ১১টার দিকে জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে ঢাকা থেকে বাড়ি আসেন। বাড়িতে থাকা অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। জ্বর-সর্দি থাকলেও তার কোনো শ্বাসকষ্ট ছিলো না।

চেয়ারম্যান আরও জানান, মোজাম্মেল ঢাকায় কাজ করতে গিয়েছেন।

মঙ্গলবার ভোর চারটার দিকে কয়েকজন মোজাম্মেলের দাফন সম্পন্ন করেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মোজাম্মেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারাও যেতে পারেন। তবে করোনাভাইরাসের সময় না পাওয়ায় নিহত ব্যক্তি শরীরের থেকে কোন নমুনা গ্রহণ করা হয় যায়নি।

এ ঘটনায় পূর্ব সাহেব গ্রামসহ পাশের কয়েক গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঢাকাটাইমস/৭এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :