ফরিদপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর পুলিশ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৩:০৪

করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসন সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে আসলেও অনেকে তা মানছেন না। এতে করোনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে ফরিদপুরে স্থানীয় প্রশাসনের পাশে পুলিশ বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে।

ফরিদপুর জেলা শহর ও উপজেলার বিভিন্ন ছোট-বড় বাজারগুলোতে এখনো দেখা যাচ্ছে মানুষের বিচরণ। এমন অবস্থায় করোনার ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসনের পাশে সক্রিয় রয়েছে পুলিশ সদস্যরা। শহরের প্রবেশের প্রধান প্রধান সড়কগুলো মুখে ৩০টি স্থানে সকাল থেকে অবস্থান নেয় পুলিশ।

সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদর ও উপজেলাগুলোতে টহল জোরদার করেছে জেলা পুলিশ।

ফরিদপুর জেলার ট্রাফিক ইন্সপেক্টর মো. তুহিন লস্কর জানান, ‘এখনো যারা আইন মানছে না, তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনের আওতায় আনা হচ্ছে’। মোটরসাইকেল-অটোরিকশা কিংবা এই জাতীয় যানে একাধিক মানুষ যারা চলাফেরা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে শহরের ভাঙ্গা রাস্তা মোড়ে টহল দিতে দেখা গেছে । এসময় ওই সড়ক দিয়ে যারা অযাচিত চলাফেরা করছেন তাদের জিজ্ঞাসাবাদসহ নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এমনকি অনেক যানবাহনকে ট্রাফিক আইনের আওতায় আনা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল জানান, `সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের পুলিশের ৩০টি টিম সক্রিয়ভাবে সড়কগুলোতে অবস্থান নিয়েছে। কোনভাবেই একাধিক মানুষ অযাচিত চলাফেরা করতে না পারে সে বিষয়ে কাজ করছি।’

এদিকে জেলায় করোনার সর্বশেষ অবস্থা জানতে চাইলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৯১। এছাড়া জেলায় নয় উপজেলাতে গত ২০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ২৯ জন আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছে।

ঢাকাটাইমস/৭এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :