নোয়াখালীতে ওবায়দুল কাদেরের পক্ষে ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৪:০৫

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে তার নিজ নির্বাচনী এলাকায় অসহায় গরিব পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রীর পক্ষ থেকে ২৬ মেট্রিক টন চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন- তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মন্ত্রীর ত্রাণের চাল হস্তান্তর করেন।

মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় ১৩ মেট্রিক টন করে মোট ২৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর আগে মন্ত্রীর পক্ষ থেকে এ দুটি উপজেলার গরিব-অসহায় পরিবারগুলোর মাঝে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মন্ত্রীর পক্ষ থেকে ভবিষ্যতে অসহায় মানুষের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :