চালভর্তি ট্রাকে হেরোইন পাচার, তিনজন কারাগারে

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৪:১২

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

চালভর্তি ট্রাকে করে হেরোইন পাচারকালে রাজশাহী মহানগর এলাকা থেকে তিন জনকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে নগরীর ভদ্রা মোড় এলাকা থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয় তাদের। পরে মাদক নিয়স্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়  ওই তিন জনকে।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির  জানান, গ্রেপ্তার তিন জন হলেন- গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের শাহিন আলম ওরফে বেলাল, পবা উপজেলার বালিয়া গ্রামের রবিন ও বিশাল। এদের মধ্যে বেলাল চালের ব্যবসায়ী। রবিন ট্রাকটির চালক এবং বিশাল তার সহকারি।

ওসি জানান, হেরোইন পাচারের খবর পেয়ে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে একটি চালের বস্তায় ছয় প্যাকেট হেরোইন পাওয়া যায়।পরে ওই হেরোইন ও ২৮ বস্তা চালসহ ট্রাকটিকে জব্দ করা হয়। বেলাল নামের ওই ব্যক্তি ট্রাকে করে চাল নিয়ে গোদাগাড়ী থেকে গাজীপুর যাচ্ছিলেন। 

ঢাকাটাইমস/০৭ এপ্রিল/ পিএল