জামালপুরে কর্মহীন মানুষের পাশে ‘লাইফগার্ড’

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৪:১৯

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফগার্ড’। নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সরকারি ছুটি ও সকল দোকানপাট বন্ধ ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়ে জেলার শ্রমজীবী মানুষেরা। এই কর্মহীন শ্রমজীবী মানুষ  ও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট কমাতে তাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফগার্ড’।

মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ প্রায় দুই শতাধিক কর্মহীন ও নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন লাইফ গার্ডের কর্মীরা।

এসময় প্রধান অতিথি ছিলেন  জামালপুর জেলা জ্বালানি তেল ও পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম আকন্দ।

এছাড়াও লাইফগার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বদরুল ইসলাম সায়েম, সদস্য রুহুল আমিন, সিফাত, রাব্বি, রূপক, দীপ্ত ও সউদ উপস্থিত ছিলেন।

ত্রাণের প্রতিটি প্যাকেটে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ গ্রাম লবণ ও ১টি করে হাত ধোয়ার সাবান দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)