মাগুরায় চার বাড়িসহ বাজারের একাংশ লকডাউন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৫:৪৪ | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৪:৪৮

করোনায় আক্রান্ত সন্দেহে মাগুরায় একই পরিবারের চার সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। সেইসঙ্গে সোমবার রাত ৮ টার দিকে শহরের বাজারের তাদের বাড়ি ও আশপাশের চারটি বাড়িসহ চালপট্রি এবং সোনাপট্রি লকডাউন করেছে প্রশাসন।

মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, জেলা শহরের চাল বাজারের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ব্যাংক কর্মকর্তা সঞ্জয় বিশ্বাসের পরিবার থাকেন। তিনি নোয়াখালীর চৌমুহনী শাখায় কর্মরত। ১২ দিন আগে কর্মস্থল থেকে মাগুরায় এসে জ্বরে আক্রান্ত হন তিনি। সেইসঙ্গে মাথাব্যথা ও বমিও হচ্ছে। গত কয়েকদিন স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পরও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এদিকে একই পরিবারের অপর দুই সদস্যও জ্বরে আক্রান্ত হয়। ওই বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সংবাদে মা, মেয়ে ও স্ত্রীসহ সঞ্জয় বিশ্বাসকে জেলা হাসপাতালের আইসোলেশন ভর্তি করায় স্বাস্থ্য বিভাগ।

ঢাকাটাইমস/০৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :