ঘরে নামাজ আদায়ের আহ্বান জানালেন ইরফান পাঠান

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৪:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্বে ভয়ানক অবস্থা দাঁড়িয়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুমিছিল। মারাত্মক ছোাঁচে এই রোগ এড়াতে জনসমাগম যাতে না হয় এজন্য মসজিদ গুলোতে নামাজ আদায়ে নিরুৎসাহিত করা হচ্ছে মুসল্লিদের। এরই প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মুসলমাদের নিজেদের ঘরটাকেই মসজিদ বানাতে বলছেন।

এক ভিডিও বার্তায় সমস্ত মুসলিমদের এই আহ্বান জানান তিনি। এটাকে নেতিবাচক হিসেবে না দেখে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে বলেছেন তিনি। পাঠান বলেন, ‘এমনটা ভেবো না যে, মসজিদে যেতে মানা করা হয়েছে। বরং এটা ভাবুন যে, আমাদের ঘরকেই মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতোই আমাদের ঘরও এখন গুনাহগার হয়ে গেছে। আসুন নিজের ঘরকে আগে পরিশুদ্ধ করি। কিছুদিন আমরা ঘরেই নামাজ পড়ি।’

করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে ২১ দিনের লকডাউনে রয়েছে গোটা ভারত। সোমবার (০৬ মার্চ) বাংলাদেশের ইসিলামিক ফাউন্ডেশন মসজিদে নামাজ পড়া থেকে আপাতত নিষেধ করেছে। জুম্মার নামাজে মসজিদে সর্বোচ্চ ১০ জন এবং ওয়াক্ত নামজে সর্বোচ্চ ৫ জন একত্রে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে।
(ঢাকাটাইমস/০৭ এপ্রিল/এআইএ)