শেরপুরে করোনায় আক্রান্ত নারীদের পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন এসপি

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৫:১৫

শেরপুরে করোনায় আক্রান্ত দুই নারী পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সোমবার বিকালে তাদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এসময় আশপাশের লকডাউন করা বাড়িগুলো পরিদর্শন করে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন তিনি।

জেলার সিভিল সার্জন আনোয়ারুর রউফ জানান, গত ৫ এপ্রিল করোনা পজেটিভ রিপোর্ট আসার পর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে ওই দুই নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়রা সরকারবাড়ি গ্রামের গৃহবধূ, অন্যজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। তারা দ্রুত বাড়ি ফিরে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তিনি।

ঢাকাটাইমস/০৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :