শেখ মামুনুর রশীদের দুটি কবিতা

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৫:৩৩ | আপডেট: ০৭ এপ্রিল ২০২০, ১৫:৪১

অনলাইন ডেস্ক

 

 

 

 

নজরবন্দি

শহর জুড়ে কার্ফু নেই, জলপাই র‌ঙের ট্যাংক নেই

ভারি বুটের শব্দ নেই

ধরপাকড় নেই আতঙ্ক নেই

হুটহাট গু‌লির শব্দ নেই।

‌সেনাছাউ‌নি থে‌কে আসা শাস‌কের হুংকার নেই

‌ বেতার টে‌লি‌ভিশ‌নে ভাষণ নেই

' এই ক্রা‌ন্তিকা‌লে শাসনভা‌রের দা‌য়িত্ব নিলাম'

এমন অবাস্তব ঘোষণাও নেই।

 

স্বৈরশাস‌কের প‌ক্ষে দালাল ক‌বিদের গুণকীর্তণ নেই

ক‌বিতা নেই, গান নেই, জা‌রি-সা‌রি নেই

সু‌বিধাবাদী অর্থনী‌তি‌বি‌দের পক্ষ থে‌কে

‌নয়া পঞ্চবা‌র্ষিকী প‌রিকল্পনাও নেই।

 

‌কোনো ভয়-ভী‌তি, উ‌দ্বেগ-উৎকণ্ঠা নেই, পিছুটান নেই

তবুও মানুষ আজ ‌স্বেচ্ছায় ঘরবন্দি

জীবন বাঁচা‌তে, প‌রিবার বাঁচা‌তে

নয়া  মোড়‌কে মানবতা আজ  নজরবন্দি।।

- ০৫.০৪.২০২০

 

 

 

ভাগ্যবিধাতা

 

‌‌যে প‌থে ওরা এক‌দিন গ্রা‌মে ফি‌রে গে‌ছে

সে প‌থেই ওরা ফির‌ছে শহ‌রে

শ্র‌মিক রক্ত-মাং‌সে গড়া

মা‌লিকও না‌কি গড়া রক্ত-মাংসে

পার্থক্য মা‌লিক ঘ‌রে

শ্র‌মিক আজ আবার পে‌টের টা‌নে মহাসড়‌কে।

 

আমা‌দের কা‌রও বোধ আজ লোলুপ দৃ‌ষ্টি‌তে আট‌কে আছে

আমা‌দের কা‌রও লোভ আজ সব সীমা ছা‌ড়ি‌য়ে যা‌চ্ছে

আমা‌দের জীবন কা‌রও কা‌ছে মহামূল্যবান

আমা‌দের জীবন কা‌রও কা‌ছে এক অঙ্কের সমান

ঘণ্টার ধ্বনী‌তে রোজ ওরা কেউ ফি‌রে যায়, কেউ ফি‌রে আসে।

 

পথ কিন্তু একই, মানুষ কেবল আলাদা

‌অসংখ্য মানুষের ভিড়ে এ‌দের কেউ কেউ মা‌লিক

এরাই আমা‌দের ভাগ্যবিধাতা।।

-০৪.০৪.২০২০