এখনো গ্রামের মানুষ সচেতন হচ্ছে না

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৫:৫০ | আপডেট: ০৭ এপ্রিল ২০২০, ১৬:০৪

মো. আল আমীন দূররানী, অভিনয়শিল্পী

করোনা ভাইরাসের ভয়াবহতা আমরা উন্নত বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারছি। প্রতিদিন হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে অগণিত। এমন অবস্থায় আমার বাংলাদেশ কীভাবে পরিস্থিত সামাল দেবে। ভাবতে গেলেই দম বন্ধ হয়ে আসে।

শহরের মানুষ কিছুটা সচেতন হলেও গ্রামের মানুষ এখনো অসচেতন। করোনা ভাইরাস নিয়ে যেন তাদের মাথাব্যথা নেই। গ্রামের মানুষের ভাবলাব দেখে মনে হচ্ছে করোনাভাইসার শুধু শহরের রোগ। এটা গ্রামের দিকে আসবে না। গ্রামের মানুষকে আক্রান্ত করবে না।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরো কঠোর থেকে কঠোর হন।  আমি গ্রামে আসছি মার্চ মাসের ২২ তারিখ।  গ্রামে এসে মনে হয় না যে করোনা নামে কোনো ভাইরাস পৃথিবীতে আছে। এখানে এখন ও হাট - বাজার, রাস্তার পাশের দোকান গুলো আগের মতই চলছে।

১৫-৩০ বছরের ছেলেগুলো আগের মতই ক্রিকেট খেলছে। দল বলে এখনও সকলে চলাফেরা করছেন। ঢাকা থেকে যারা গ্রামে আসছে তারা ও আইন মানছেন না।

আল্লাহ না করুক, গ্রামে কোনো প্রকারে যদি করোনার মহামারি দেখা দেয়, তাহলে কি হবে আমাদের এই গ্রামের সহজ - সরল মানুষদের?

আসুন আমরা সবাই বাসায় থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি। আর বেশি বেশি আল্লাহকে ডাকি। একজন আরেকজনকে সহযোগিতা করি।

ঢাকাটাইমস/৭এপ্রিল/এসকেএস