ফরিদপুরে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করলেন সাংসদ মোশাররফ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৬:০৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে আওয়ামী লীগের উদ্যোগে ৩২ হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে শহরের বদরপুর আফসানা মঞ্জিল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

শহর আওয়ামী লীগের বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফরিদপুরের কোনো মানুষকে না খেয়ে থাকতে দেব না। পরে প্রধান অতিথি কয়েকজনের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি লবণ, আধা লিটার তেল, একটি সাবান এবং মাস্ক।

শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, চৌধুরী বরকত ইবনে সালাম, এএইচএম ফেয়াদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)