বেতন-ভাতা করোনা তহবিলে দিচ্ছেন ইনু-শিরীন

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ১৬:২৫ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ০৯:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সরকারি ব্যয় কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা সরকারের করোনা তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংসদ সদস্য হিসেবে আগামী তিন মাসের প্রাপ্য পুরোটা এবং পরবর্তী নয় মাস প্রাপ্যের অর্ধেক তারা করোনা তহবিলে দেবেন।

মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

গত রবিবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্ধৃত করে বার্তায় জানানো হয়, জাসদের এই দুই সাংসদ আশা প্রকাশ করেন, ‘সকল মাননীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় কমানোর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন।’

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশা করেন জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/এনআই/জেবি)