প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কালিয়াকৈর শিক্ষা অফিসের অনুদান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৬:৪৪

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪ লাখ ৯৯ হাজার ৩৫৫ টাকা অনুদান দিলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা অফিসের ১০ জন কর্মকর্তা-কর্মচারী এবং সব বিদ্যালয়ের স্কুলের ৭৪৬ জন শিক্ষকদের বৈশাখী ভাতার ২০ শতাংশ হিসাবে এই টাকা দেশের জনগণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হিসাব নম্বরে পাঠানো হয়েছে।

শিক্ষা অফিস জানায়, এই পোস্টে টাকা জমা দেয়ার ডকুমেন্ট সংযুক্ত করে হিসাব বিবরণী জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সব শিক্ষক অতি অল্প সময়ে দেশের এই সংকট মুহূর্তে এগিয়ে এসেছেন।

কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, এই প্রাণঘাতি করোনা ভাইরাসের কবল থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের এই অল্প অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছি। যাতে এই সংকটাপন্ন সময়ে দেশের কর্মহীন মানুষ সার্বিক সহায়তা পায়।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :