করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, সাত বাড়ি লগডাউন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৮:১২

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ৩৮ বছর বয়সের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় তার বাড়িসহ আশেপাশের সাতটি বাড়ি লগডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান বলে জানিয়েছেন, শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ওয়াহীদুর রহমান খান মামুন।

এর আগে গতকাল দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তিনি শ্যামগঞ্জ বাজারের একটি খাবার হোটেলে কাজ করতেন।

এর আগে গত রবিবার সকালে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে উপজেলায় এক নারী মারা যান।

তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে রমজান সর্দি, কাশি ও শ্বাসকষ্টে রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, যেহেতু মারা যাওয়ার আগে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে তাই রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লগডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :