নড়াইলে কর্মহীন মানুষের পাশে 'স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন'

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৮:৫৮

নড়াইলে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছে 'স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন'। মঙ্গলবার বেলা ১১টার দিকে নড়াইল শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান।

তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে কর্মহীন অসহায় মানুষকে খাদ্যসমাগ্রী দেয়া হচ্ছে। এ দুর্যোগে সবাই একযোগে কাজ করছে। এটি ইতিবাচক দিক। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, যুব মহিলা লীগ নেত্রী নাসিমা রহমান পলি, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, সদস্য এস এম শাহ পরান, সামিয়া হক শাম্মা, সৈয়দ মিনহাজুজ্জামান পরাগ, নাজমুস সাকিব, মুন্সী রওনক জাহান, মুন্সী ইসরাত জাহান, আহমেদ শাকিল, সোহাগ ফরাজী, মোহাম্মদ ইউনুস প্রমুখ।

মির্জা গালিব সতেজ বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগে আমরা সাধ্যমত খাদ্যসামগ্রী দেয়ার চেষ্টা করছি। প্রয়োজনে বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ডাল, তেল, মরিচ, পেঁয়াজ ও আলু। এছাড়া এক হাজার মাস্ক বিতরণ করেছি। বিভিন্ন এলাকায় স্প্রে করাসহ সচেতনতামূলক কাজ করে যাচ্ছি।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :