গোপালগঞ্জে সাড়ে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৯:২৪

গোপালগঞ্জে ৫৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা আওয়ামী লীগ, অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলু, অতিরিক্ত সচিব শীবনাথ রায় ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিতিশ রায়ের পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।

উপজেলা পরিষদ চত্বরে বিতরণের জন্য খাদ্যসামগ্রীর ৩৩০০ প্যাকেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হোসেন তরফদারকে বুঝিয়ে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। নির্বাহী কর্মকর্তা এনব খাদ্যসামগ্রী কর্মহীনদের বাড়ি পৌঁছে দেন।

একইদিন উপজেলার বিভিন্ন গ্রামে ১৩০০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়।

এদিকে টুঙ্গিপাড়ায় পৌর ভবন প্রাঙ্গণে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলুর দেয়া খাদ্যসামগ্রী পাঁচশ অসহায় মানুষের হাতে তুলে দেন পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা।

এছাড়া অতিরিক্ত সচিব শীবনাথ রায়ের দেয়া খাদ্যসামগ্রী উপজেলার চরমানিকদাহ গ্রামের দুইশত দরিদ্র পরিবারকে পৌঁছে দেন তার ভাই।

ঢাকাটাইমস/০৭এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :