নোয়াখালীতে হতদরিদ্রদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ২২:৩৩

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালী জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলার ৯২টি ইউনিয়ন ও ৮টি পৌরসভার ১৩ হাজার হতদরিদ্র, অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা পরিষদ কার্যালয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন দুলাল, জিএস মোশারফ হোসেনসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন জানান, করোনার প্রভাবে বিপাকে পড়া জেলার অসহায় দুস্থদের সাহায্যে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ১৩ হাজার পরিবারের মাঝে বিতরণ করার জন্য ত্রাণ প্রস্তুত করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান।

তিনি আরও জানান, যদি এ ত্রাণের বাইরে আর কারো ত্রাণের প্রয়োজন হয়- তিনি ব্যক্তিগতভাবে জেলা পরিষদে যোগাযোগ করতে পারেন।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)