ত্রাণ দিয়ে কেড়ে নেয়ার ঘটনায় বাসদ নেতার নিন্দা

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ২২:৫৩

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ কমরেড আল কাদেরী জয় সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার কর্তৃক ত্রাণ দেয়ার নামে লোক ঠকানো ও মারধরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সারাদেশে করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষ দিশেহারা।  এমন সংকটে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান অসহায় ২৬টি পরিবারকে ত্রাণ দিয়ে ছবি তুলে কেড়ে নেন এবং প্রতিবাদ করায় সেই ভুক্তভোগী মানুষদের মারধর করেন। এ রকম সংকটজনক পরিস্থিতিতে এমন ঘটনা অমানবিক ও বর্বরোচিত।’

তিনি বলেন, ‘দেশে শ্রমজীবী হতদরিদ্র মানুষ করোনা সংক্রমণের প্রাদুর্ভাবে গৃহবন্দি অবস্থায় কর্মহীন হয়ে খাদ্য ও নগদ অর্থের সংকটে দিন কাটাচ্ছেন। সরকার কিছু ত্রাণ বিতরণের কথা বলছে যা খুবই অপ্রতুল এবং বিশৃঙ্খল। এরই মধ্যে বিভিন্ন জায়গায় দুর্নীতি ও ত্রাণ আত্মসাতের ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে।’

বিবৃতিতে ত্রাণ দিয়ে কেড়ে নেয়া ও মারধরের ঘটনায় মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের শাস্তি নিশ্চিত করা ও অসহায় পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেয়ার দাবি জানানো হয়।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)