ত্রাণের চাল বিক্রির দায়ে ইউপি সদস্যসহ আটক ৩

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ২৩:০০

নাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চাল বিক্রি ও ক্লাবঘরে মজুদ রাখার দায়ে ইউপি সদস্য ও ডিলারসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকার থেকে ৮ বস্তা ও স্থানীয় ইউপি সদস্যর একটি ক্লাবঘরে মজুদ ৫ বস্তাসহ ১৩ বস্তা ত্রাণের চালসহ তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।

আটকরা হলেন- ইউপি সদস্য শাহিন শাহ, ডিলার লুৎফর রহমান ও চালব্যবসায়ী (কালোবাজারি ক্রেতা) গোলাম হোসেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। বলেন, মঙ্গলবার উপজেলার বোয়ালিয়া বাজারে ত্রাণের ১০ টাকা কেজি দরের চাল অনিয়মের মাধ্যমে বিক্রি করার সময় স্থানীয় জনতা আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন শাহসহ তিনজনকে আটক করে সিংড়ায় নিয়ে আসা হয়।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :