সীতাকুণ্ডে পল্লী চিকিৎসকদের পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান মামুন

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ২৩:০৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে ১০০টি পিপিই দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আল মামুন। ম‌ঙ্গলবার উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার পল্লী চিকিৎসকদের মাঝে প্রথম পর্যায়ে ১০০ জনকে উক্ত পিপিই দেন এস.এম আল মামুন এর পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ।

পরবর্তীতে বাকি চিকিৎসকদের মধ্যেও পর্যায়ক্রমে এ ধরনের পিপিই দেয়া হবে। পিপিই বিতরণ প্রসঙ্গে এসএম আল মামুন বলেন, এই দুর্যোগ পরিস্থিতিতে সমাজের গরীব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এছাড়া যেসব চিকিৎসক মহামারী করোনা ভাইরাসে বড় ভূমিকা পালন করছেন তাদেরও নিরাপত্তা দরকার। বিষয়টি মাথায় রেখে আমরা সব চিকিৎসকের জন্য সুরক্ষামূলক পিপিই দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার সব পল্লী চিকিৎসকদেরকে মানুষের চিকিৎসা সেবা দেয়ার জন্য আহ্বান জানান। দুর্যোগ মুহূর্তে মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় এ এজন্য চিকিৎসকদের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসারও আহ্বান জানান মামুন।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)