বেসরকারি হাসপাতালে করোনার পরীক্ষা কেন নয়?

এ কে এম শহীদুল হক
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৩:০২

একজন সাধারণ নাগরিকের প্রশ্ন বেসরকারি হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলোকে কেন করোনা ভাইরাসের পরীক্ষা এবং করোনা রোগীর চিকিৎসা করার অনুমতি দেয়া হচ্ছে না ? সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করে ও পরীক্ষা-নিরীক্ষার গুণগত মান নিশ্চিত করে যদি তারা এবং চিকিৎসা সেবা দিতে পারে তবে সমস্যা কোথায়? ঢাকার বাহিরেও আরো বেশি টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করাও জরুরি।

মানুষকে ঘরে রাখতে হলে অধিক আক্রান্ত এলাকাগুলোতে কারফিউ দেয়ার কথা সরকার চিন্তা করতে পারে।

সরকারি হাসপাতালগুলোর চিকিৎসার সক্ষমতা তড়িৎ গতিতে বৃদ্ধি করা অপরিহার্য । মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য ভেন্টিলেটরের পর্যাপ্ত সরবরাহ থাকা প্রয়োজন।

আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি ও সতর্কতার বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে। আসুন আমরা সকলেই ঘরে থাকি। নিজে নিরাপদ থাকি। অন্যকে নিরাপদ রাখি। মানবজাতিকে বাঁচাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন।

আমাদেরকে রক্ষা করুন।

লেখক: সাবেক আইজি, বাংলাদেশ পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :