মির্জাপুরে করোনা রোগী শনাক্ত, ৩৫ বাড়ি লকডাউন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৩:১৪

টাঙ্গাইলের মির্জাপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি প্রকাশ হওয়ার পর ওই রোগীর বাড়িসহ আশপাশের ৩৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

বুধবার সকালে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা শনাক্ত হওয়া ওই রোগী নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে চাকরি করেন। গত রবিবার তিনি নরায়াণগঞ্জ থেকে মির্জাপুরে ভাওড়াতে গ্রামের বাড়িতে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে সোমবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চত হয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আবদুল মালেকের নেতৃত্বে চিকিৎসক দল তাকে ঢাকায় পাঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, রাতে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া তার বাড়ির আশপাশের প্রায় ৩৫টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/৮এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :