টিম ইন্ডিয়াকে নিয়ে যুবরাজের বিস্ফোরক মন্তব্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৩:৫১

আবারো বিস্ফোরক যুবরাজ সিং। কিছুদিন আগেই বলেছিলেন, ভারতীয় দলে সৌরভ গাঙ্গুলির থেকে তিনি যেরকম সাহায‌্য পেয়েছিলেন, সেটা মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলির থেকে পাননি। ইনস্টাগ্রাম লাইভে যিনি আরও একবার আক্রমণাত্মক হয়েছেন। ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানোর নায়ক বলছেন, বর্তমান ভারতীয় দলে আগের মতো শৃঙ্খলা নেই। জুনিয়ররাও আগের মতো সম্মান করে না সিনিয়রদের।

লকডাউনের সময় ইনস্টাগ্রাম লাইভে এসে খুনসুটি করা তারকাদের নতুন ট্রেন্ড। তেমনই এক ইনস্টাগ্রাম লাইভে রোহিত শর্মা প্রশ্ন করেন যুবরাজকে, ভারতের বর্তমানে টিমের সঙ্গে তিনি এর আগে যাদের সঙ্গে খেলেছেন, তাদের পার্থক‌্য কী?

এমন প্রশ্নের জবাবে যুবরাজ বলেন, ‘‌যখন আমি ভারতীয় টিমে এসেছিলাম কিংবা তুমি (রোহিত) এসেছিলে, তখন আমাদের সিনিয়ররা প্রচন্ড শৃঙ্খলাপরায়ণ ছিল। অবশ‌্যই তখন এত সোশ‌্যাল মিডিয়া ছিল না। তাই খুব বেশি অন‌্যদিকে মন দেওয়ার ব‌্যাপারটাও ছিল না। একটা শৃঙ্খলা থাকত, যেগুলো আমাদের মেনে চলতে হত। সিনিয়ররা কীভাবে লোকজনের সঙ্গে কথা বলছে, কীভাবে মিডিয়ার সঙ্গে কথা বলছে, সেই সব কিছুই। কারণ ওরা ক্রিকেটের অ‌্যাম্বাসাডর। আর অবশ‌্যই ভারতের।’‌

এখন আর সেটা একইরকম নেই বলেই মনে করেন যুবরাজ। বলেন, ‘‌আমি সেটাই তোমাদের বলেছি। ভারতের হয়ে খেলার সময় নিজেদের ভাবমূর্তি সম্পর্কে তোমাদের আরও সচেতন থাকতে হবে। আমার মনে হয়, সিনিয়রদের সম্মান করার ব‌্যাপারটা কমে গিয়েছে। এখন যে কেউ যে কাউকে যা কিছু বলে দেয়।’‌

লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়ার সেই ‘কফি উইথ করণ’ প্রসঙ্গেও বলেছেন যুবরাজ। বললেন, ‘একটা কথা বলতে পারি আমাদের সময় হলে ওই ঘটনা ঘটত না। তখন এরকম কিছু আমরা ভাবতেও পারতাম না। আমাদের মধ্যে সবসময় একটা ভয় থাকত, যদি আমরা কিছু ভুল করি, তাহলে সিনিয়ররা এসে বলবে–এই কাজটা ঠিক করিনি। এটা আর করা চলবে না।’‌

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ গত বছরের শুরুতে করণ জোহরের অতিথি হয়ে নারীবিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

(ঢাকাটাইমস/০৮ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :