তিতাসে ৪০০ বস্তা সরকারি চালসহ নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৫:১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা (১২ টন) সরকারি চালসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের স্পিডবোড ঘাটের সামনে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

চালগুলো নবীনগর উপজেলা খাদ্যগুদাম থেকে ডিলার জিয়াউদ্দিন দুটি নৌকা যোগে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে নিয়ে যাচ্ছিলেন। উপজেলা সদরের স্পিডবোড ঘাটের সামনে তিতাস নদীতে এসে নৌকাটি ডুবে যায়।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামন মনির, নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, পৌর মেয়র শিব শংকর দাসের তদারকিতে স্থানীয়দের সহায়তায় তিতাস নদীতে ডুবে যাওয়া চালের বস্তাগুলো উদ্ধারের ব্যবস্থা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা খাদ্য গুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁও নেয়া হচ্ছিল। নৌকা দুটির মধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও অপর নৌকাটিতে ৪০০ বস্তা অতিরিক্ত চালবোঝাই করে নেয়ায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো উদ্ধারের ব্যবস্থা করি। এখানে কারো গাফিলাতি আছে কিনা সেটিও তদন্ত করা হবে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :