ইতালির মোনছা হাসপাতালে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৫:৩৮

প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি পুরো ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। কিন্তু থামছে না বিপর্যয়। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা পরিস্থিতিতে ইতালিতে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। এমন পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সংগঠন বাংলাদেশি ওয়েলফেয়ারের ( বায়তুন নুর মনছা) উদ্যোগে ইতালির মনছায় বসবাসরত প্রবাসীরা বাংলাদেশিরা হাসপাতাল সানজেরাদ্দ মনছা কর্তৃপক্ষকে আর্থিক সহযোগিতা দিয়েছে।

মঙ্গলবার সংগঠনের পক্ষ হতে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিরা পাঁচ হাজার ৫০০ ইউরো হাসপাতাল সানজেরাদ্দ মনছা ফান্ডে জমা করেন। আর্থিক সহযোগিতার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ। তহবিল গঠনে সার্বিক সহযোগিতা করেছেন মোসারফ হোসেন, রাজু মোহাম্মদ, হাসনাত, মহসিন, আবদুল মতিন ও ফারুক ভুঈয়া।

এছাড়াও বাংলাদেশি ওয়েলফেয়ার সংগঠনের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে মনছায় বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :