ঢাকায় আরও ৩৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৫:৪৬ | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১৫:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জনই রাজধানী ঢাকার বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। এ নিয়ে ঢাকায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩জনে।

বুধবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, 'এলাকাভিত্তিক বিশ্লেষণে আমরা দেখতে পাই, ৫৪ জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন ৩৯ জন। ঢাকা শহরে বাইরে ঢাকার অদূরে যেসব উপজেলা রয়েছে সেখানে একজন। আর বাকিরা সবাই ঢাকার বাইরে।' গতকাল মঙ্গলবারের পরিসংখ্যানে ঢাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ জনের কথা জানানো হয়েছিল। আজ নতুন ৩৯ জনসহ সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে। ফলে জেলা ও বিভাগ ভিত্তিক হিসেবে করোনা রোগীর সংখ্যায় ঢাকা সবার শীর্ষে।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সারা বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৮১টি পরীক্ষা হয়েছে। ৯৮১ পরীক্ষার ভিত্তিতে আমরা গত ২৪ ঘণ্টায় যতজনের মধ্যে সংক্রমণ পেয়েছি সেই সংখ্যা হচ্ছে ৫৪ জন। সর্বমোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২১৮। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিন জন। মোট মৃত্যুর সংখ্যা ২০।

তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এরকম কেউ নেই বলেও জানান তিনি।

করোনা আক্রান্তদের বয়স ভিত্তিক হিসাব নিয়ে তিনি বলেন,‘নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ২১ জন। বয়সের হিসাবে ১১-২০ বছর বয়সের পাঁচ জন, ২১-৩০ বছর বয়সের ১৫ জন, ৩১-৪০ বছর বয়সের ১০ জন, ৪১-৫০ বছর বয়সের সাতজন, ৫১-৬০ বছর বয়সের সাতজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন।'

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/টিএটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :