কুড়িগ্রামে তিনজনের নমুনায় করোনা মেলেনি, কোয়ারেন্টাইনে ৬৯

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ১৯:৩৭ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ১৯:৩৯

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

কুড়িগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই ঢাকা থেকে ফিরেছেন।

এ নিয়ে বুধবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ৬৯ জন। এছাড়া এ পর্যন্ত মেয়াদ পার হওয়ায় ৩২১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। তবে তাদের বাড়িতেই থাকতে বলা হয়েছে।

এছাড়া এখন পর্যন্ত পাঠানো ২১ জনের মধ্যে তিনজনের নমুনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

তিনি জানান, গত শনিবার (৪ এপ্রিল) থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত চার দিনে সদর উপজেলা থেকে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৩ জন, রাজারহাটে ৪ জন, নাগেশ্বরীতে একজন, চিলমারীতে ৩ জন, রৌমারীতে ৩ জন, উলিপুরে ২ ও রাজিবপুরে একজনসহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পরীক্ষাগারে পাঠনো হয়েছে। সেখানে তাদের মধ্যে এখন পর্যন্ত নাগেশ্বরীর একজন, ভূরুঙ্গামারীর একজন ও রাজারহাটের একজনসহ মোট তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)