রাণীনগরে ৫ দোকান মালিকের জরিমানা

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ১৯:৪৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর রাণীনগর উপজেলায় করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশ অমান্য করায় পাঁচ দোকান মালিকের ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, করোনাভাইরাস রোধে বেশ কিছু সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে মালামাল কেনা-বেচা করে জীবন বিপন্নকারী রোগ ছড়াতে সহায়তা করার অপরাধ করেছেন দাণ্ডিতরা। তাই আবাদপুকুর বাজারের আমিনুল ইসলামের ভাই ভাই মুদি হাউজের মালিকসহ চারজন মুদি দোকান মালিককে আট হাজার এবং অন্য এক মুদি দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ দোকান মালিকের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আবাদপুকুর হাটও ভেঙে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/কেএম)