আগৈলঝাড়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ২০:৫৮

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ঢাকাটাইমস

বরিশালের আগৈলঝাড়ায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি আকবর গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ছিলেন। বুধবার দুপুর ২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় উপজেলা প্রশাসন ওই গ্রামের ১৬ বাড়ি লকডাউন করে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, দুপুরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে পূর্ব বাগধা গ্রামে একজনের মৃত্যু হয়। মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে তিনি বাড়িতে এসেছিলেন।

থানার ওসি আফজাল হোসেন জানান, করোনা সন্দেহে সরকারি নিয়ম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজ বাড়িতে দাফন কাফনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)