ময়মনসিংহে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, এপিবিএন অফিস লকডাউন

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ২০:৫৯

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্য মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ানে কর্মরত আছেন। আরেকজনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এই খবর নিশ্চিত করেছেন।

পুলিশ সদস্যকে সূর্যকান্ত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নে অবস্থানকারী ৪৩৪ সদস্যসহ ব্যাটলিয়ান অফিসটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এই খবর নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। মাদারগঞ্জের করোনা রোগীকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে জামালপুরের সিভিল সার্জনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)