ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে যুবকদের সচেতনতা কার্যক্রম

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ২১:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্রমেই সচেতন হচ্ছে সাধারণ মানুষ। সেই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল গ্রামের যুবকরা নিয়েছেন নানান উদ্যোগ। ‘হাত ধৌত করুন, করোনা প্রতিরোধ করুন’ স্লোগানে এলাকার মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে। এছাড়া ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করছে কি না তদরিক করা, গ্রামের জনবহুল স্থানে স্প্রে করা, অসহায় গরীব মানুষকে খাদ্যসহায়তা দেয়া ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজে স্থানীয় ২০ জন যুবক দিনরাত পরিশ্রম করছেন।

স্বেচ্ছাসেবীরা জানান, একসপ্তাহ ধরে তারা স্বেচ্ছায় নিজেদের উদ্যোগে এ কাজ শুরু করেছেন। দেশের এই ক্লান্তিকালে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।  

(ঢাকাটাইমস/০৮ এপ্রিল/এসএস/কেএম)