করোনা প্রতিরোধে হাট ভেঙে দিলেন শিবগঞ্জের ইউএনও

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ২২:৪৮

প্রশাসনের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও বগুড়ার শিবগঞ্জের চাঁদনীয়া এলাকায় হাট বসানোয় দুজনকে আটক করে হাট ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর সেখানে অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেন।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বগুড়ার শিবগঞ্জে হাট-বাজার বন্ধের ঘোষণা দেয়া হয় উপজেলা প্রশাসন থেকে।

জানা গেছে, চাঁদনীয়া শিবগঞ্জ এলাকায় সপ্তাহে ২ দিন হাট বসে। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে হাট বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সরকারি নিষেধ অমান্য করে সেখানে হাট বসানো হয়। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে অভিযান চালান। এ সময় হাট ভেঙে দেয়া ছাড়াও আটক করা হয় রতন মিয়া ও মোফাজ্জল হোসেন নামে দুই টোল আদায়কারীকে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর ঢাকাটাইমসকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসকের নির্দেশে গত ১০-১২ দিন আগে হাট-বাজার বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করায় আজকের এই পদক্ষেপ। আমরা চেষ্টা করছি, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার এবং জনসমাগম রোধ করার।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :