১১ মাস পেছাল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ২৩:০২

বিশ্বব্যাপী মহামারী করোনার কড়াল থাবা। ২০২০ টোকিও অলিম্পিক, ইউরো ২০২০, উইম্বলডন ২০২০ এরপর এবার পিছিয়ে গেল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পরিষ্কার করে বলতে গেলে করোনার জেরে একবছর পিছিয়ে যাওয়া অলিম্পিকের সঙ্গে সংঘাত এড়াতেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপও বুধবার একবছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডি।

প্রাথমিকভাবে ৬ আগস্ট ২০২১ যুক্তরাষ্ট্রের ওরেগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণ শুরু হওয়ার কথা থাকলেও তা ১১ মাস পিছিয়ে গেল। বুধবার এক বিবৃতির মাধ্যমে চ্যাম্পিয়নশিপের নয়া দিনক্ষণ ঘোষণা করল বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডি। ২০২১ সালের ৬ অগাস্টের পরিবর্তে ২০২২ সালের ১৫ জুলাই শুরু হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। শেষ হবে ২৪ জুলাই।

চ্যাম্পিয়নশিপের নয়া দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে ২০২২ কমনওয়েলথ গেমসের বিষয়টিও। যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে ওই বছরের ২৭ জুলাই বসবে কমনওয়েলথ গেমসের আসর। এছাড়াও ওই বছরেই মিউনিখে অনুষ্ঠিত হওয়ার কথা ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ, সমস্ত দিক মাথায় রেখেই ঘোষিত হয়েছে নয়া দিনক্ষণ। জানিয়েছে বিশ্ব অ্যাথলেটিক্সের গভর্নিং বডি।

সংস্থার সভাপতি সেবাস্তিয়ান কো জানিয়েছেন, ‘২০২২ সাল বিশ্ব অ্যাথলেটিক্স অনুরাগীদের জন্য একটা বোনাঞ্জা হয়ে ধরা দিতে চলেছে। সবমিলিয়ে টানা ছ’সপ্তাহ বিশ্বমানের অ্যাথলেটিক্সের স্বাদ চেটেপুটে নেওয়ার সুযোগ অনুরাগীদের জন্য।’

উল্লেখ্য, প্রতি দু’বছর অন্তর বিশ্ব অ্যাথলেটিক্সের সর্বোচ্চ এই ইভেন্ট উপভোগ করার সুযোগ পান অনুরাগীরা। এর আগে ২০১৯ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছিল এই চ্যাম্পিয়নশিপের আসর। ২০২২ ওরেগনের পরের বছরেই ফের ২০২৩ হাঙ্গেরির রাজধানী শহর বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ, টানা দু’বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উপভোগ করার সুযোগ অনুরাগীদের কাছে।

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :