৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনে স্লো মোশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ০৮:৪৯

৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনে স্লো মোশন ফিচার আনল হুয়াওয়ে। মডেল পি ৪০ প্রো। এটি একটি ফটোগ্রাফি ফোন। এতে রয়েছে ৮ জিবি র‌্যাম এবং ৫জি কানেক্টিভিটি।

হুয়াওয়ের নতুন এই ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি কার্ভড ডিসপ্লে থাকছে। এই ফোনের ক্যামেরায় আইওএস ৫১২০০ ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে ৭৬৮০ এফপিএস ধীর গতির ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ফোনটি অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ফোনের ভিতরে থাকছে কিরিন ৯৯০ চিপসেট।

এই ফোন দু রকম ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে। ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আর থাকছে ৮ জিবি র‌্যাম।

হুয়াওয়ে পি ৪০ প্রো মডেলের পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ভিশন কোয়াড ক্যামেরা। যার মধ্যে থাকছে ৫ এক্স অপটিক্যাল ক্যামেরা, ১০ এক্স হাইব্রিড জুম, ৫০ এক্স সুপার জুম ও ৫ এক্স অপটিক্যাল টেলিফোটো ক্যামেরা।

সামনে থাকছে দুটি ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও একটি ডেপথ সেন্সর। এছাড়াও এই ফোনের ক্যামেরায় এআইএস, ওআইএস ও টিওএফ সেন্সর ব্যবহার করা হয়েছে।

ডিভাইসটিতে ব্যবহৃত ৪০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সিনে ক্যামেরাগুলোর দৈর্ঘ্য ১৮ মিমি, ১/১.৫৪ ইঞ্চি সেন্সর। এবং এর রেশিও ৩:২।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা