ব্রাজিলে নৃগোষ্ঠীর মধ্যে করোনার হানা

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০৯:২২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনাভাইরাস বিশ্বের বেশিরভাগ দেশে শনাক্ত হয়েছে। শত শত কোটি মানুষ ঘরবন্দি অবস্থায় রয়েছে। তারপরও প্রতিদিনই বাড়ছে করোনার হানার পরিধি। ব্রাজিলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ব্রাজিলের রেইনফরেস্টের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে করোনা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক নিশ্চিত করেছেন যে, সেখানকার ১৫ বছর বয়সী এক ছেলের করোনাভাইরাস পজিটিভ এসেছে এবং সে একটি হাসপাতালের আইসিউতে আছে। ব্রাজিলে ৩০০ গোত্রের প্রায় ৮ লাখ ক্ষুদ্র নৃতাত্ত্বিক মানুষ আছেন।

দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬১৮৮ জনের এবং মৃত্যু হয়েছে ৮২০ জনের।

ঢাকা টাইমস/০৯এপ্রিল/একে