সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১০:০৮

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত পাকিস্তানও। মহামারি রূপ নেওয়া এই ভাইরাসের ফলে স্থবির হয়ে গেছে দেশটির সাধারণ মানুষের জীবনযাপন। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মত বিপাকে পড়েছে সংখ্যালঘুরাও। পাকিস্তানের টেনিস তারকা রবিন দাসের অনুরোধে এবার সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন শহিদ আফ্রিদি।

এক বিবৃতিতে রবিন করাচিতে করোনার সামাজিক সংক্রমণের সময়ে গৃহবন্দি সংখ্যালঘু পরিবারের সাহায্য করতে আফ্রিদিকে আর্জি জানান। এরপরই পাক তারকা অলরাউন্ডারের ফাউন্ডেশন বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। খ্রিস্টান হোন কিংবা হিন্দু, করাচির সংখ্যালঘু পরিবারের খাদ্য দিয়ে সাহায্য করছেন তিনি।

এর আগে পাকিস্তানে প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য শহীদ আফ্রিদির ফাউন্ডেশন মাস্ক ও খাবারের যোগান দিয়ে দুস্থ, সহায়-সম্বলহীনদের সহায়তা করেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিদি ফাউন্ডেশনের এ উদ্যোগ ভারতীয় দুই ক্রিকেটার হরভজন সিং ও যুবরাজ সিংয়ের নজরে আসে। পরে তারা পাকিস্তান সাবেক অধিনায়কের পাশে এসে দাঁড়ান। আফ্রিদি ফাউন্ডেশনের জন্য বিশ্ববাসীর কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেন ভাজ্জি-যুবি।

এবার আফ্রিদির সেই ফাউন্ডেশনই পাক সংখ্যালঘুদের সাহায্যে এগিয়ে এলো। ভাইরাস মোকাবেলায় লড়াইয়ে প্রতিদিনই মানবিকতার নতুন পরিচয় দিচ্ছেন আফ্রিদি।

(ঢাকাটাইমস/০৯ এপ্রিল/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :