ট্রলারে রাতের আঁধারে নদী পার, হোম কোয়ারেন্টাইনে ৫০০ যাত্রী

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১১:১১ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১১:০৮

সরকা‌রি নি‌র্দেশ অমান্য ক‌রে রাতের আঁধারে যাত্রী নি‌য়ে নদীপ‌থে ভোলায় প্র‌বেশ করায় তিনটি ট্রলার জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রলারের দুই চালককে আটক করা হয়। এছাড়া ট্রলার তিন‌টির পাঁচ শ যাত্রীকে হোম কোয়া‌রেন্টাইনে থাকার নি‌র্দেশ দেয়া হয়েছে।

বৃহস্প‌তিবার ভোরে ভোলা সদ‌র উপজেলার ইলিশা ফে‌রিঘাটের মেঘনা নদী থে‌কে ট্রলার তিনটি জব্দ করা করা হয়।

ই‌লিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল এ তথ্য নি‌শ্চিত ক‌রে জানান, করোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সারা‌দে‌শের মতো ভোলা জেলাতেও যানবাহন ও নৌপ‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু সরকা‌রি নি‌র্দে‌শ অমান্য ক‌রে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থে‌কে ৫০০ এর মতো যাত্রী নি‌য়ে ভোলার ই‌লিশ জংশন ঘা‌টে তিন‌টি ট্রলার আস‌লে সেগুলো জব্দ ক‌রা হয়। এ সময় ট্রলারের দুই চালককে আটক করা হয় ও বাকিরা পা‌লি‌য়ে যায়।

‌রতন কুমার আরও জানান, আটক দুই ট্রলার চালক ও ট্রলা‌র তিনটির বিষ‌য়ে ম্যা‌জি‌স্ট্রেট সিদ্ধান্ত নেবেন। এছাড়া ট্রলার তিনটির যাত্রীদের হোম কোরারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/৯এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :