রিয়ালে ফিরতে চান ক্যাসিয়াস

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ১১:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

রিয়াল মাদ্রিদের সঙ্গে ইকার ক্যাসিয়াসের সম্পর্কটা বেশ গাঢ়। ষোল বছর স্পেনের ক্লাবটির শেষ প্রহরীর দায়িত্ব পালন করে ২০১৫-তে দল ছাড়েন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর আবারো রিয়ালে ফিরতে চাইছেন স্পেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, রামোস-বেলদের গুরু হিসেবে দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে রিয়ালের দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন এই স্প্যানিশ তারকা।

এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘একদিন... কেনো না? আমি রিয়ালকে নিজের ঘর হিসেবেই দেখি। প্রায় পাঁচ বছর ধরে দূরে রয়েছি।’

১৯৯০ সালে জুনিয়র লেভেলে মাদ্রিদের দলটিতে ক্যারিয়ার শুরু করেন ক্যাসিয়াস। রিয়ালের ‘সি’ ও ‘বি’ দলের হয়ে খেলার পর ১৯৯৯ সালে মূল দলে অভিষেক হয় তার। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলেছেন ২০১৫ সাল পর্যন্ত।

‘সম্পর্কটা আসলে অন্তরের। সেখানে ২৫ বছর ছিলাম। অবশ্যই আমি নিজের দলে ফিরতে আগ্রহী।’

রিয়ালের জার্সিতে পাঁচ শতাধিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই গোলকিপারের।

পাঁচবার লা লিগা, দুটি কোপা কোপা ডেল রে, চারবার সুপার কোপা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ দুটি, ক্লাব বিশ্বকাপ একটি, দুইবার ইন্টার কন্টিনেন্টাল কাপ।

ক্যাসিয়াস মনে করেন সাবেক সতীর্থ জিনেদিন জিদান বেশ ভালো করেই লস ব্লাঙ্কোসদের দায়িত্ব পালন করছেন। আগামী দিনেও দলের দায়িত্বে থাকা উচিৎ তাকে।

‘রিয়ালের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। জিদানসহ যারা দলের দায়িত্বে রয়েছেন তাদের আরও সুযোগ দেয়া উচিৎ।’

২০১৫ সালে পর্তুগীজ ক্লাব পোর্তেতে যোগ দেন ক্যাসিয়াস। ২০১৯ সালে হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ৩৮ বছর বয়সী এই গোলরক্ষককে।

(ঢাকাটাইমস/০৯ এপ্রিল/এআইএ)