নামাজ-রোজায় সময় কাটছে শাহনূরের

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ১৫:২৩ | আপডেট: ০৯ এপ্রিল ২০২০, ১৬:০২

বিনোদন প্রতিবেদক

করোনার কারণে গোটা দেশ আদতে লকডাউন। সরকারি নির্দেশ, ঘর থেকে বের হওয়া যাবে না এবং করোনা আক্রান্তের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। সাধারণ মানুষের মতো এই নির্দেশ মেনে চলছেন বিনোদন তারকারাও। শুটিং বন্ধ থাকায় স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন সবাই। তাদেরই একজন চিত্রনায়িকা শাহনূর।

এই নায়িকা গত ২১ দিন ধরে গৃহবন্দি। তাহলে কীভাবে কাটছে তার বন্দি জীবন? শাহনূর বলেন, ‘বাসায় নামাজ- রোজা রেখে সময় কাটছে। প্রতি সপ্তাহের সোম, বৃহস্পতি ও শুক্রবার রোজা রাখি। এছাড়া বড় ভাইয়ের দুটি বাচ্চা এবং আম্মুকে সময় দিয়েই দিন কাটছে আমার। পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য মাঝে মাঝে ফেসবুকে লাইভ করছি।’

গৃহবন্দি থেকে পারিবারিক একটি সংকটের কথাও জানান নায়িকা শাহনূর। তিনি বলেন, ‘টানা ২১ দিন ধরে বাসা থেকে বের হচ্ছি না। এদিকে বাসায় খাবার কিনে মজুদও করিনি। বাসার সব খাবার শেষ। যার কারণে খাবারের সংকটে পড়েছি। বর্তমান পরিস্থিতিতে বাসা থেকে বাইরে যেতেও ভয় করছে।’

তবে শুধু শাহনূর নয়, গৃহবন্দি থাকা অনেকের ঘরেই এখন খাদ্য সংকট। কেউ অর্থের অভাবে খাদ্য কিনতে পারছেন না। চেয়ে আছেন সরকারি বা কোনো ব্যক্তির সাহায্যের দিকে। আবার কারো টাকা থাকার পরেও করোনা আতঙ্কে বাজারে যেতে পারছেন না খাদ্য কিনতে। সবার মনে একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই দুর্যোগ?

ঢাকাটাইমস/০৯এপ্রিল/এএইচ