ফুটবলারদের বেতন কাটবে রিয়ালও

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৬:০৬

মেসিদের পথেই আর এক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। করোনা পরবর্তী পরিস্থিতিতে বেতনে কাটছাঁট করতে রাজি হলেন সার্জিও রামোসরা। করোনা ভাইরাসে স্পেনে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ। সে দেশের অর্থনীতিতে বিরাট প্রভাব পড়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ।

এই পরিস্থিতিতে খারাপ অবস্থা স্প্যানিশ ফুটবল ক্লাবগুলোর। বর্তমান পরিস্থিতিতে ক্লাবের প্রস্তাব মেনে বেতন কাটছাঁট করতে রাজি হলেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।

চলতি মৌসুম আর শুরু না হলে বেঞ্জেমাদের বেতনের ২০ শতাংশ কাটা যাবে। আর মৌসুম আবার শুরু হলে ১০ শতাংশ কাটছাঁট হবে রিয়াল ফুটবলারদের বেতন। ফুটবলারদের মতোই বেতন কাটা হবে জিনেদিন জিদানসহ অন্যান্য কোচিং এবং সাপোর্ট স্টাফদের। এমনকি রিয়াল ফুটবল টিমের মতোই বেতনে কাটছাঁট হবে বিখ্যাত স্প্যানিশ ক্লাবটির বাস্কেটবল দলের খেলোয়াড়দেরও।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :