মুম্বাইতে স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ১৬:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে । এই রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০। মৃত্যু হয়েছে ৭২ জনের । এই অবস্থায় মহারাষ্ট্র সরকারের কাছে বড় চ্যালেঞ্জ করোনা মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার।

প্রতিদিনই মুম্বাইতে এত মানুষ করোনাতে আক্রান্ত হচ্ছে। তার মোকাবেলায় ‍ুমুম্বাইয়ের এনএসসিআই স্টেডিয়াম অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন।

সন্দেহজনক রোগীদের এখানে রাখা হবে। কেন নিদিষ্ট করে এই স্টেডিয়ামটিকেই নেওয়া হল? জানা গেছে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামটি হল ওরলির কোলিওয়াদারের খুব কাছে। এই জায়গাটি মুম্বাইয়ের করোনাভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ইন্ডোর স্টেডিয়ামটিকে কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

স্টেডিয়াম পরিচালনার দায়িত্বে থাকা মাজহার নাদিওয়ালা জানান, ‘বি.এম.সি-র গাইডলাইন মেনে ৩০০টি শয্যা করা হচ্ছে। বাকি ঘরগুলো চিকিৎসা এবং অন্য কাজে ব্যবহার করা হবে । এখানে মূলত রাখা হবে করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে যাঁরা এসেছেন সেইসব সন্দেহভাজন ব্যক্তিদের।’ করোনা মোকাবিলায় সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মুম্বাই তথা মহারাষ্ট্র।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এসইউএল)