পিকনিকে যাওয়ার সময় আটজনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৬:৩০ | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৬:২৩

চাঁপাইনবাবগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে পিকনিকে যাওয়ার সময় আটজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের শান্তিমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন তাদের সাড়ে ৩৩ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া অপ্রয়োজনে রাস্তায় মাস্ক ছাড়া চলাফেরার জন্য প্রায় ৩০ জনকে রোদের মধ্যে দাঁড় করিয়ে সাময়িক শাস্তি দিয়ে করে ছেড়ে দেয় সেনাবাহিনী।

এদিকে জরুরি খাদ্য সহায়তার ব্যানার লাগিয়ে যাত্রী পরিবহনের অভিযোগে ট্রাকসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটকের পরে ওই চারজনকে টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের ডরমেটরি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এইসব কর্মসূচির পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনী শহরের বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করে এবং অপ্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়ার জন্য মাইকে প্রচারণা চালানোসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

ঢাকাটাইমস/৯ এপ্রিল/ পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :