করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ১৬ বাড়ি লকডাউন

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৭:২০

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সাতপাকিয়ার মধ্যপাড়া এলাকার নিজ বাড়িতে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি গত তিনদিন যাবত জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, এ ঘটনায় ওই মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের শামসুল হকের ছেলে।

সিভিল সার্জন জানান, মৃতের শরীর থেকে সংগ্রহ করা নমুনা শুক্রবার সকালে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট হাতে আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :