ধামইরহাটে বিনামূল্যে চাল দেয়ার উদ্যোগ ওবায়দুল হকের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৭:৩২

সারাদেশে লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য সবকিছু বন্ধ থাকায় কর্মজীবী সাধারণ মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছেন। করোনা ভাইরাসের কারণে নিজেদের সুরক্ষায় সবাই এখন হোম কোয়ারেন্টাইনে বন্দিজীবন কাটাতে বাধ্য হচ্ছেন। ঠিক এই দুঃসময়ে কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ালেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার।

নওগাঁ ধামইরহাট উপজেলায় বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিটি পৌরসভায় ৬০০ পরিবারের মাঝে ১০ টাকা দামে প্রতি কেজি চাল বিক্রির ঘোষণা দেয়া হয়। ব্যক্তি উদ্যোগে সেই চাল কমপক্ষে আগামী এক মাস ৬০০ পরিবারে সম্পূর্ণ বিনামূল্যে দেবেন বলে এই প্রতিবেদককে জানান ওবায়দুল হক সরকার।

আওয়ামী লীগের এই নেতা বলেন, করোনাভাইরাসের কারণে দেশের মানুষ আজ গৃহবন্দি। কর্মহীন মানুষ ঘরে বসেই দিন কাটাচ্ছেন। সেখানে ১০ টাকা কেজি চালের মূল্য হলেও এই ১০ টাকা খেটে খাওয়া মানুষ পাবেন কোথায়? সে বিষয়টি মাথায় রেখে পৌর এলাকায় তালিকাভুক্ত ৬০০ দুস্থ পরিবারের কাউকেই এই চালের মূল্য দিতে হবেনা। সেই টাকা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে খরচ করবো।

এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় এলাকর সাধারণ মানুষ ওবায়দুল হক সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :