বিমান বাহিনীর হেলিকপ্টারে খাগড়াছড়িতে চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৮:১৭

বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে শিশুদের চিকিৎসা সহায়তা দিতে খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে পৌঁছেছে ১০ সদস্যের চিকিৎসক দল। দলটি সেখানকার সাড়ে ১১ হাজার শিশুকে হাম রোগের টিকা প্রদান করে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংস্থাটি জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টার যোগে বৃহস্পতিবার (০৯-০৪-২০২০) ১০ জনের একটি টিকা প্রদানকারী দল খাগড়াছড়ি জেলার মারিশা হতে নিউ থাংনাং পাড়া গমন করে। খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়ন এর দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেখানে প্রায় ১১ হাজার ৫০০ শিশুকে টিকা দেয়ার জন্য এই দলটি গমন করে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের কারণে দেশের এই জরুরি অবস্থাতেও গত ২৫ মার্চ ২০২০ তারিখে রাঙামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত পাঁচ শিশুকে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছিল।

উল্লেখ্য, জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী পার্বত্য অঞ্চলে এ চিকিৎসা সহায়তা প্রদান করে চলেছে।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :