করোনায় নয়, কিডনি সমস্যায় মাদারীপুরে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ১৯:০৮

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনায় আক্রান্ত হয়ে নয়, বরং ডায়বেটিস ও কিডনি সমস্যা নিয়ে মাদারীপুরের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। বুধবার রাত দেড়টার দিকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার বিকালে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সদস্যের নাম কিশোর কুমার দাস (২৬)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি মাদারীপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাকে নিয়ে আর সন্দেহ নেই।

শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, ৭ এপ্রিল লকডাউনে থাকা শিবচরে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ২৬ বছর বয়সী কনস্টেবল কিশোর। পরে সেখান থেকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ওই দিনই রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে মারা যায় কিশোর।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, প্রয়াত কনস্টেবল কিশোর, যার ব্যাচ নং ৮২৬। এর করোনা ছিল কিনা এ ব্যাপারে ঢাকায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ সে করোনা আক্রান্ত ছিল না।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)