শোয়েবের প্রস্তাব উড়িয়ে দিলেন কপিল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৯:৪৯

করোনায় তহবিল সংগ্রহে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে শোয়েব আখতারের প্রস্তাব উড়িয়ে দিলেন সাবেক ভারতীয় ক্রিকেট তারকা কপিল দেব৷ করোনা মোকাবিলায় ভারতের অর্থের দরকার নেই বলে মন্তব্য করেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক৷

বুধবার ইসলামাবাদে পিটিআইকে এক সাক্ষাৎকারে প্রাক্তন পাকিস্তানি স্পিডস্টার বলেন, ‘ভারত-পাকিস্তান দু’দেশেই প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই এই কঠিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা উচিত৷ সেখান থেকে যে অর্থ উঠবে তা তা দু’দেশের ত্রাণ তহবিলে জমা করা যেতে পারে।’

আর বৃহস্পতিবার চণ্ডীগড়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, ‘শোয়েব তার মতামত জানিয়েছে৷ তবে আমাদের অর্থ সংগ্রহের দরকার নেই। করোনার বিরুদ্ধে আমাদের যথেষ্ট আছে৷ এখন যেটা গুরুত্বপূর্ণ তা হল, আমাদের এক যোগে এই সঙ্কটের মোকাবিলা করা৷ রাজনীতিবিদদের কাছ থেকে টেলিভিশনে আমি এখনও অনেক দোষের খেলা দেখছি এবং এটাকেও থামানো দরকার৷’

কপিল দেব বলেন, ‘পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই৷ সুতরাং কোনও ক্রিকেট ম্যাচের আয়োজনের অর্থ আমাদের ক্রিকেটারদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া, যা আমাদের দরকার নেই৷’ কপিলের মতে, কমপক্ষে পরবর্তী ছ’মাস আমাদের ক্রিকেটকে গুরুত্ব দেওয়া উচিত নয়।

কপিল আরও বলেন, ‘এই মুহূর্তে কেবলমাত্র আমাদের লক্ষ্য জীবন বাঁচানো এবং দরিদ্রদের পাশে দাঁড়ানো৷ লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট আবার শুরু হবে৷ কারণ দেশের চেয়ে বড় কিছু হতে পারে না। আমাদের এখন কর্তব্য হল দরিদ্র, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং করোনা যুদ্ধের প্রথম সারিতে থাকা সমস্ত লোকদের দেখাশোনা করা৷’

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :