অবসর নিয়ে রমিজকে খোঁচা শোয়েবের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৯:৫৫

কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছিলেন, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের অবসরের বিষয়ে ভাবা উচিত। তাঁর এই মন্তব্যের জন্যই তাঁকে খোঁচা দিলেন শোয়েব মালিক।

বছরের শেষে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। করোনাভাইরাসের জন্য যদিও তা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে সেই প্রতিযোগিতার জন্য অনেক দিন আগে থেকেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে সব দল। পাকিস্তানের প্রস্তুতি নিয়েই সংবাদ সংস্থাকে রমিজ বলেছিলেন, ‘আমার মনে হয় শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ যদি এখন অবসর নেয়, তবে তাতে পাকিস্তানেরই মঙ্গল। আমাদের হাতে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। আর আমাদের এ বার এগিয়ে যেতেই হবে।’

রমিজের এই মন্তব্য নজরে পড়তেই শোয়েব মালিক টুইট করেন, ‘হ্যাঁ, রামিজ ভাই, আমি একমত। যেহেতু আমাদের তিন জনেরই ক্যারিয়ার শেষের দিকে, তাই সবাই মিলে সম্মানের সঙ্গেই চলে যাই। এটাকে ২০২২ সালে ঠিক করা যাক?’

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন শোয়েব। চলতি বছরের ২৫ জানুয়ারি লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শেষবার তাঁকে দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১১৩ টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৮ বছর বয়সী। ৩৯ বছর বয়সী মোহাম্মদ হাফিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৩ সালে। ২৫ জানুয়ারি শোয়েবের মতো তাঁরও ছিল দেশের হয়ে শেষ ম্যাচ। এখনও পর্যন্ত ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :